স্পোর্টস ডেস্ক, ৭ আগস্ট।।
খেতাবের দৌড় থেকে কিছুটা পিছিয়ে পড়লো ত্রিপুরার দাবাড়ু আরাধ্যা দাস। মহারাষ্ট্রর জলগাও এ অনুষ্ঠিত জাতীয় অনূর্ধ্ব ১১ দাবা প্রতিযোগিতায়। সপ্তম রাউন্ড শেষে শীর্ষে ছিল আরাধ্য। বুধবার সকালে অষ্টম রাউন্ডে দুরন্ত লড়াই করলেও পরাজিত হতে হয়েছে পূর্বোত্তরের সর্বকনিষ্ঠ ক্যান্ডিডেট মাস্টার দাবারু আরাধ্যাকে। নবম রাউন্ডে পুনরায় জয়ে ফিরে আরাধ্য। শেষ দুই রাউন্ডে জয় পেলে প্রথম পাঁচ জনে স্থান করে নিতে পারবে আরাধ্যা এমনই আশা করছে রাজ্যের দাবা প্রেমীরা। এদিকে ৯ রাউন্ড শেষে বালিকা বিভাগে আদ্যা দেও পাঁচ, শিবাদ্রিতা দেবনাথ তিন অদ্রিজা সাহা সাড়ে তিন এবং অভ্রনীল দের পয়েন্ট সাড়ে তিন। রাজ্যের মেয়ে আরাধ্যা দাবার বোর্ডে বার বার চমক দেখিয়েছে। তাই তাকে নিয়ে নতুন করে আশার আলো দেখছে রাজ্যের ক্রীড়া প্রেমীরা।
