ডেস্ক রিপোর্টার, ৮ আগস্ট।।
সম্প্রতি চাকমাঘাট এলাকায় মর্মান্তিক লরি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল চালক মিহির লাল নাথের। শুক্রবার ছিলো তার শ্রাদ্ধানুষ্ঠান। এদিন প্রয়াত লরি চালক মিহির লাল দেবনাথের কাঞ্চনপুর স্থিত বাড়িতে যান প্রদেশ বিজেপির একটি প্রতিনিধি দল।প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস, সহ-সভাপতি তাপস ভট্টাচার্য সহ অন্যান্য প্রদেশ নেতৃত্ব।এিপুরা প্রদেশ বিজেপির প্রতিনিধি দল শোকাহত পরিবারের বাড়িতে গিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।এবং তাঁদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন।প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস জানিয়েছেন, বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার এই দুঃসময়ে পরিবারটির পাশে দাঁড়িয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ৪ লক্ষ টাকা ও মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আরও ২ লক্ষ টাকা অর্থাৎ মোট ৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা পরিবারটিকে প্রদান করা হয়েছে।
