ডেস্ক রিপোর্টার, ১১ আগস্ট।।
আবারও রোগী মৃত্যুর কারখানায় পরিণত হল বেসরকারি হাসপাতাল আইএলএস। আইএলএসের চিকিৎসকদের ভুল চিকিৎসায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম স্বপন সূত্রধর।সোমবার আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তিনি শহরের লাল বাহাদুর ক্লাব এলাকার বাসিন্দা। স্বপন সূত্রধরের মৃত্যুর পর তার ছেলে বিজু সূত্রধর অভিযোগ করেন, আইএলএস – র ভুল চিকিৎসায় তার বাবার মৃত্যু হয়েছে।
স্বপন সূত্রধরের মৃত্যুর পর তার পরিবারের লোকজন আইএলএস হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগলে দেয়। তবে আই এল এস হাসপাতালে এটা নতুন ঘটনা নয়। প্রায়শই ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠে আইএলএস হাসপাতালের বিরুদ্ধে। তাই আই এল এস কে রোগী মৃত্যুর কারখানা বলেই অভিহিত করছে রাজ্যের মানুষ।
