ডেস্ক রিপোর্টার,১৪ অগাষ্ট।
           আরও একটা দুরন্ত জয় নাইন বুলেটস-এর। অপরাজেয়র ধারা অক্ষুন্ন রেখেই এগোচ্ছে নাইন বুলেটস ক্লাব। প্রথম ডিভিশন লীগে এ পর্যন্ত ২৬ তম ম্যাচের পর নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলে নাইন বুলেটস এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। আজ, বৃহস্পতিবার নাইন বুলেটস ক্লাব পাঁচ-এক গোলের ব্যবধানে ফ্রেন্ডস ইউনিয়নকে পরাজিত করে পুরো ৩ পয়েন্ট অর্জন করে নিয়েছে। এই জয়ের সুবাদে নাইন বুলেটস ক্লাব টুর্নামেন্টের মূল পর্বে অর্থাৎ সুপার ফোরে খেলার পথ অনেকটা প্রশস্ত করে নিয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে টিএফএ আয়োজিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবলের দিনের একমাত্র খেলায় নাইন বুলেটস ক্লাব প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল। প্রথম গোল খেলার ১১ মিনিটের মাথায় নাইন বুলেটস এর আমোশা ভানলাল রানতা থেকে। তবে ৪ মিনিট বাদে ফ্রেন্ডস ইউনিয়নের দেবরাজ জমাতিয়া গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। প্রথমার্ধের পরবর্তী সময় এভাবে ১-১ গোলে সমতা অবস্থায় চললে, শেষ দিকে ৪৩ মিনিটের মাথায় মনীষ দেববর্মা আরও একটি গোল করলে বুলেটসের পক্ষে ব্যবধান দুই-এক হয়। দ্বিতীয়ার্ধের খেলায় ফ্রেন্ডস ইউনিয়নের রক্ষণভাগে কিছুটা ছন্দপতন ঘটলে সুযোগ বুঝে নাইন বুলেটস-এর আক্রমণাত্মক খেলায় দারুন সাফল্য চলে আসে।

।।বিজ্ঞাপন।।

৫৪ মিনিটের মাথায় আমোসা, ৬ মিনিট বাদে হামাগালা জোয়ালা পরপর দুটো গোল করলে ব্যবধান ৪-১ হয়। ‌ নাইন বুলেটস জয়ের পথ সুদৃঢ করে নিলেও আক্রমণাত্মক খেলায় পিছুপা হয়নি। ফলস্বরূপ খেলার অন্তিম পর্যায়ে ইনজুরি টাইমে এরন রিয়াং নাইন বুলেটস এর পক্ষে আরও একটি গোল করলে চূড়ান্ত ব্যবধান পাঁচ-এক হয়। এদিকে খেলায় অসদাচরণের দায়ে রেফারি পল্লব চক্রবর্তী ফ্রেন্ডস ইউনিয়নের বিশাল জমাতিয়া এবং বালক সাধন জমাতিয়াকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। পরবর্তী খেলা: ১৬ আগস্ট বিকেল চারটায়, কল্যাণ সমিতি বনাম ব্লাড মাউথ ক্লাব, সন্ধ্যা সাড়ে ছয়টায় এগিয়ে চলো সংঘ বনাম টাউন ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিয়ামে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *