আগরতলা, ১৪ অগাষ্ট।।
ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ত্রিপুরার ইকফাই বিশ্ববিদ্যালয় ১৪ আগস্ট ৬৫০ ফুট লম্বা তিরঙ্গা বহন করে একটি প্রাণবন্ত র্যালির আয়োজনের মাধ্যেমে দেশপ্রেমের চেতনা উদযাপন করে। এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল ছাত্র, ফ্যাকাল্টি এবং কর্মচারীদের মধ্যে জাতীয় গর্বের গভীর অনুভূতি জাগানো। পাশাপাশি দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানো। ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ভারত সরকারের হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসাবে প্রতিটি ঘরে তিরঙ্গা উত্তোলন কর্মসূচির লক্ষ্যে জনগণকে উৎসাহিত করার জন্য কামালঘাট এলাকায় উক্ত তিরঙ্গা র্যালির আয়োজন করা হয় পতাকা বহন করে । ছাত্র-ছাত্রী, ফ্যাকাল্টি এবং কর্মচারীগণ কাঁধে ৬৫০ ফুট লম্বা তিরঙ্গা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে র্যালিটি শুরু হয় এবং ১০৮বি জাতীয় সড়ক হয়ে কমলঘাট সেতু, কামাঘাট বাজার, বাইপাস রোড, ফটিকছড়া চৌমুহনী হয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসে। এই র্যালিতে শিক্ষার্থী, ফ্যাকাল্টি সদস্য এবং অন্যান্য কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। র্যালিতে ধ্বনিত দেশাত্মবোধক স্লোগান ও জাতীয় সঙ্গীত মাতৃভূমির প্রতি ঐক্য ও ভক্তির পরিবেশ তৈরি করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক (ডঃ) বিপ্লব হালদার এবংপদ্মশ্রী দীপা কর্মকার তথা ইকফাই বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের হাত ধরে আনুষ্ঠানিকভাবে এই র্যালির উদ্বোধন হয়।

অনুষ্ঠানে বক্তব্য রুখতে গিয়ে অধ্যাপক (ডঃ) হালদার বলেন, “তিরাঙ্গা আমাদের ঐক্য, বৈচিত্র্য এবং সার্বভৌমত্বের প্রতীক। এটিকে একসাথে বহন করা গণতন্ত্র, স্বাধীনতা এবং অখণ্ডতার মূল্যবোধ সুসংহত রাখার জন্য আমাদের সম্মিলিত দায়িত্বকে নির্দেশ করে। তিনি আরও জানান যে ইকফাই বিশ্ববিদ্যালয় ত্রিপুরা সততা, সেবা এবং জাতি গঠনের মূল্যবোধকে লালিত করে মানসম্পন্ন শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ববিদ্যালয়টি আগামী দিনের দায়িত্বশীল নাগরিকদের জন্য সক্রিয়ভাবে মানসম্পন্ন শিক্ষা, পরিষেবা এবং জাতি গঠনের কর্মসূচি নিয়ে এগিয়ে চলছে।

জাতির অগ্রগতির লক্ষ্যে কাজ করার, গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত রাখার এবং সমাজে অর্থপূর্ণ অবদান রাখার অঙ্গীকারের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। র্যালিটি সফলভাবে পরিচালনা করার জন্য লেফুঙ্গা পুলিশ স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় আন্তরিক সমর্থন পেয়েছে এবং র্যালিটি সফলভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় কতপক্ষ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞানিয়েছে।