ডেস্ক রিপোর্টার,১৭ আগস্ট।।
ভোট কারচুপি ইস্যুতে ক্রমশ বাড়ছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর গর্জন। রাহুল গান্ধী আজ সরাসরি আক্রমণ করেছেন নির্বাচন কমিশন ও কেন্দ্রের মোদী সরকারকে। রাহুল বলেন, নির্বাচন কমিশন ভুল করলেও তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যায় না।
রাহুল বলেন, এই আইন তৈরী করা হয়েছে ২০২৩ সালে। তার পেছনেও কারণ রয়েছে। নির্বাচন কমিশনকে সেভ রাখতেই মোদী সরকার এই আইন তৈরি করেছে। কারণ নির্বাচন বিজেপিকে সাহায্য করছে। বিজেপির কমিশনকে হাতিয়ার করেই ভোট কারচুপি করছে। স্বাভাবিক ভাবেই নির্বাচন কমিশনকে বাঁচানোর দায়িত্ব মোদী – অমিত শাহের।রাহুল গান্ধী বলছেন, “আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা সিসিটিভির জন্য একটি আইন তৈরি করেছেন। তাহলে আপনারা কেন সেই আইন পরিবর্তন করলেন?
