ডেস্ক রিপোর্টার ,১৮ আগস্ট ।।
চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যু হলো নয় বছরের এক কন্যা সন্তানের। তার নাম অস্মি মজুমদার। বাড়ি বাইখোরার চরকবাই মধ্যপাড়া। এই ঘটনার প্রেক্ষিতে ছোট অস্মির পরিবারের লোকজন অভিযোগের কাঠ গড়ায় তুলেন বাইখোড়া স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক রণদীপ ভৌমিকের বিরুদ্ধে।
ছোট ফুটফুটে কন্যা সন্তান অস্মি পরিবারের সদস্যদের বক্তব্য, তাদের কন্যা সন্তানকে বিষাক্ত কিছু একটা কামড় দেয়।তখন তারা মেয়েকে নিয়ে আসে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসক অস্মিকে দেখে সঙ্গে সঙ্গে WBCT পরীক্ষা করার নির্দেশ দেন। কিন্তু হাসপতালে পরীক্ষার ব্যবস্থা নেই। এরপর চিকিৎসক রণদীপ ভৌমিক অস্মির শরীরে পর পর তিনটি ইনজেকশন পুশ করেন। এরপর অসুস্থ অস্মিকে বাড়িতে পাঠিয়ে দেন।বাড়িতে যাওয়ার পর অস্মির শরীরের রং পাল্টে যায়। এই অবস্থায় বাড়ির লোকজন অস্মিকে পুনরায় নিয়ে আসে বাইখোড়া হাসপাতালে। তখন তাকে রেফার করে দেওয়া হয় শান্তিরবাজার জেলা হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য অস্মিকে জিবি হাসপাতালে পাঠানো হয়। কিন্তু জিবিতে আনার পথেই ছোট অস্মির গোটা শরীর বিষে নীল হয়ে যায়। এবং ঢলে পড়ে মৃত্যুর কোলে। এই ঘটনার জন্য পরিবারের লোকজন চিকিৎসক রনদীপ ভৌমিকে দায়ী করে তার সর্বোচ্চ শাস্তির দাবি করছেন।।