ডেস্ক রিপোর্টার, ১৮ আগস্ট।।
সংঘাত এবং বৈরীতার ইতিহাস পিছনে ফেলে ভারত এবং চিনের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন এস জয়শংকর। সোমবার নয়াদিল্লিতে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী বলেন, ‘একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক যাওয়ার পরে দু’দেশই এখন সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর সেজন্য দু’দিক থেকেই খোলামেলা ও গঠনমূলক আলোচনার প্রয়োজন।
ভারতের বিদেশমন্ত্রী আরও বলেছেন, ‘আমাদের অবশ্যই তিনটি বিষয়কে পাথেয় করে এগিয়ে যেতে হবে – পারস্পরিক শ্রদ্ধা, পারস্পিরক সংবেদনশীলতা এবং পারস্পরিক স্বার্থ। কোনওরকম মতপার্থক্য যেন সংঘাত বা প্রতিযোগিতামূলক দ্বন্দ্বে পরিণত না হয়।’ সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় না থাকলে দু’দেশের সম্পর্ক ইতিবাচক পথে এগিয়ে যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
এমনিতে চিনা বিদেশমন্ত্রীর এবারের ভারত সফর গুরুত্বপূর্ণ। খামখেয়ালি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ার পরে চিনের সঙ্গে বাণিজ্যিক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক মেরামত করার উপরে জোর দিয়েছে নয়াদিল্লি। এমনকী সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে চিনেও যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।