ডেস্ক রিপোর্টার ,১৯ আগস্ট।।
         আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপির জনজাতি নেতৃত্ব মঙ্গলবার সাক্ষাৎ করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। এদিন এদিন বিকেল তিনটায় পার্লামেন্ট ভবনে অমিত শাহের সঙ্গে জনজাতি নেতৃত্ব সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎ করবে অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির দুই কেন্দ্রীয় নেতৃত্ব পীযূষ গোয়েল ও সম্বিত পাত্রা। সঙ্গে অবশ্যই ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। জনজাতি নেতৃত্বের মধ্যে এই সাক্ষাৎ পর্বে ছিলেন রাজ্যের মন্ত্রিসভার দুই সদস্য শান্তনা চাকমা,বিকাশ দেববর্মা।বিধায়ক রামপদ জমাতিয়া, শম্ভু লাল চাকমা ।
      খবর অনুযায়ী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা পর্বে রাজ্যের পাহাড়ের বর্তমান পরিস্থিতির কথা উঠে আসে। একই সঙ্গে এডিসি অঞ্চলে বিজেপির সাংগঠনিক শক্তির বিষয় নিয়েও চুলচেরা বিশ্লেষন হয়। স্বরাষ্ট্র মন্ত্রী বিজেপির জনজাতি নেতৃত্বের সমস্ত কথা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেন।এবং রাজ্যে শান্তি – সম্প্রীতি বজায় রাখার জন্য যা যা করা উচিত, তাই তিনি করবেন বলে আশ্বাস দিয়েছেন।
     আগামী বছর এডিসি নির্বাচন।ইতিমধ্যে পাহাড়ের শাসক দল তথা বিজেপির শরিক তিপ্রামথা ময়দানে নেমে গিয়েছে। তারা এডিসি নির্বাচনে অনুপ্রবেশকারী ইস্যু সামনে এনে রাজনীতির মাঠ গরম করতে চাইছে। এই পরিস্থিতিতে তিপ্রামথা পাহাড়ে বিজেপিকেই তাদের প্রধান শত্রু হিসাবে চিহ্নিত করে সাজাচ্ছে রোডম্যাপ।সম্প্রতি খোয়াইয়ের আশারাম বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে হামলা করেছে। তাতে গুরুতর জখম হয়েছে বিজেপির কর্মীরা। তিপ্রামথার কর্মীরা প্রকাশ্যে স্লোগান দিয়ে জানিয়ে দিয়েছে,” এডিসি এলাকায় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান করা যাবে না।”কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে জনজাতি নেতৃত্বের আলোচনায় এই সংক্রান্ত বিষয়গুলিও উঠে এসেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *