ডেস্ক রিপোর্টার,১৯ আগস্ট।।
দেশের উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থী হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি। এনডিএ জোট প্রার্থী করেছেন সিপি রাধাকৃষ্ণনকে।৭৯ বছর বয়সী এই প্রবীণ আইনজ্ঞের সঙ্গে এবার মোকাবিলা হবে শাসক এনডিএ জোটের রাজনৈতিক প্রার্থী । আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে উপরাষ্ট্রপতি নির্বাচন ।
দুই জোটের প্রার্থী বাছাইয়ের পর এখন এটা স্পষ্ট, মূলত লড়াই হতে চলেছে তামিলনাড়ুর সঙ্গে অন্ধ্র প্রদেশের। রাধাকৃষ্ণন যেমন তামিলনাড়ুর, সুদর্শন রেড্ডি তেমন অন্ধ্র প্রদেশের। রাধাকৃষ্ণনকে প্রার্থী বাছাই করে বিজেপি যদি তামিলনাড়ুর শাসক দল ডিএমকেকে ‘ধর্ম সংকটে’ ফেলে থাকে, তাহলে সুদর্শন রেড্ডিকে প্রার্থী করে বিরোধীরাও চাপে ফেলতে চাইছে অন্ধ্র প্রদেশের শাসক দল টিডিপিকে। দুই জোটই খেলতে চাইছে ভূমিপুত্র- র রাজনীতির ট্রাম কার্ড।

সিপি রাধাকৃষ্ণন এখন মহারাষ্ট্রের রাজ্যপাল। কৈশোর বয়স থেকেই তিনি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সঙ্গে যুক্ত। সংঘের আদর্শে দীক্ষিত। বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, লোকসভা সদস্যও হয়েছিলেন দুবার। তুলনায় বি সুদর্শন রেড্ডি অরাজনৈতিক। অন্ধ্র প্রদেশ হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি। পরে গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হন। শেষে সুপ্রিম কোর্টের বিচারপতি।