ডেস্ক রিপোর্টার,১৯ আগস্ট।।

         কি বলেছেন আক্রান্ত মহিলা? রাজধানীর ভট্টপুকুর এলাকার স্থায়ী বাসিন্দা এই মহিলা বলছেন, ” হামলাকারীরা বিজেপি নেতা অসীম ভট্টাচার্য্যের কথা বুক ফুলিয়ে বলেছেন। অর্থাৎ দুষ্কৃতীরা বলছেন, আমাদের সঙ্গে অসীম ভট্টাচার্য্য আছেন, পুলিশ কিছু করতে পারবে না। তাহলে বলতে এই কে এই অসীম ভট্টাচার্য্য? তিনি হলেন বিজেপির সদর জেলার সভাপতি।

        ঘটনা গত রবিবার রাতে।ঘটনাস্থল ভট্ট পুকুর আপনজন ক্লাব এলাকায়। এদিন গভীর রাতে স্থানীয় চিনু দাসের বাড়ির সামনে কিছু যুবক চিৎকার চেঁচামেচি করছিল।তখন চিনু দাসের ছেলে রাজু বাড়ি থেকে বেরিয়ে আসে। এবং যুবকদের এলাকা থেকে চলে যেতে বলে।এরপরেই দুষ্কৃতীরা নেশাগ্রস্থ অবস্থায় রাজু দাসকে মারধর করে। পরে তার বাড়িঘরের হামলা করে।পরিবারের লোকজনদের মারধর করে। হামলাকারীরা স্পষ্ট ভাবেই বলেন, “কেউ আমাদের কিছু করতে পারবে না।কারণ আমাদের সঙ্গে অসীম ভট্টাচার্য্য আছেন।”

অসীম ভট্টাচার্য ( বিজেপি নেতা)

অবশ্যই ঘটনার পরদিন আক্রান্ত রাজু দাসের মা আগরতলার পশ্চিম থানায় মামলা দায়ের করেন। প্রত্যক্ষদর্শী এক মহিলা জানিয়েছেন, দুষ্কৃতীদের মধ্যে তিনি কয়েকজনকে সনাক্ত করতে পেরেছেন। তিনি তাদের নামও উল্লেখ করেন।দুষ্কৃতীরা সবাই ভট্ট পুকুর এলাকার শুকতারা সংঘের।


এই ঘটনার পর আতঙ্কগ্রস্থ আক্রান্ত লোকজন।রাতের আধারে রাজধানীর পুলিশ যে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তা আবারও প্রমাণিত হলো। মুখে রাজনৈতিক নেতাদের নামে জয় ধ্বনি দিয়ে সাধারণ নাগরিকদের হামলা করার এই নগ্ন দৃষ্টান্ত আরো দেখা গিয়েছে এই রাজ্যে। এটাও দেখার বিষয় দুষ্কৃতীদের মুখে অসীম ভট্টাচার্যের নাম উচ্চারণের নেপথ্যে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা?


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *