তেলিয়ামুড়া ডেস্ক, ২০ আগস্ট।।

                      বিদ্যুৎ দপ্তরের বেলেল্লাপনায় তড়িতাহত দুই যুবক। তাদের নাম সেন্টু দেববর্মা( ৩৬) ও  বিশ্বজিৎ দেববর্মা(৩১)। বাড়ি তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের তুইকর্মা এলাকায়। সংশ্লিষ্ট এলাকাতেই ঘ মঙ্গলবার রাত ১১টায় এই ঘটনা। আহত বিশ্বজিৎ দেববর্মার চিকিৎসা চলছে  তেলিয়ামুড়া হাসপতালে এবং জিবি হাসপাতালে চিকিৎসাধীন সেন্টু দেববর্মা।

        স্থানীয়রা জানিয়েছেন, এদিন রাতে চকমাঘাট বাজার থেকে তুইকর্মা এলাকার বাড়িতে ফিরছিলো দুই যুবক সেন্টু ও বিশ্বজিৎ। দীর্ঘ দিন ধরেই এই এলাকার মূল সড়কের পাশে বিপদ জনক ভাবে পড়ে থাকা বিদ্যুতের ট্রান্সফরমারের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় দুই যুবক তড়িতাহত হয়। মুহূর্তেই সেন্টু – বিশ্বজিৎ মাটিতে লুটিয়ে পড়ে। এই ঘটনা দেখে স্তম্ভিত হয়ে যায় উপস্থিত গুটি কয়েকজন লোকজন। সঙ্গে সঙ্গে তারা সামনে থাকা বাঁশ দিয়ে সেন্টু ও বিশ্বজিতের শরীরে আঘাত করে তাদেরকে তড়িৎ মুক্ত করে। ঘটনার পর আহত দুইজনকে নিয়ে আসা হয়ে তেলিয়ামুড়া হাসপতালে। সেন্টু দেববর্মার শারীরিক অবস্থা অবনতি হওয়াতে তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে।

      এলাকার বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘ দিন ধরেই বিদ্যুতের একটি ট্রান্সফরমার পড়ে আছে রাস্তার পাশে। এই ট্রান্সফরমারের আশপাশে নেই কোনো ব্যারিকেড। এদিন ট্রান্সফরমারের আশপাশে বৃষ্টির জল জমে থাকাতে রাস্তার কিছু অংশ তাড়িতে আবিষ্ট হয়ে যায়। আর তাতেই ঘটে বিপত্তি। এই ট্রান্সফরমারটি সরানোর জন্য এলাকার লোকজন বহুবার বলেছে মন্ত্রী রতন লাল নাথের বিদ্যুৎ দপ্তরের লোকজনকে। কিন্তু দপ্তরের লোকজন ট্রান্সফরমার সরানোর জন্য কোনো উদ্যোগ নেয় নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *