ডেস্ক রিপোর্টার,২০ আগস্ট।।
     ভট্ট পুকুর এলাকায় মনসা পূজার রাতের ঘটনা নিয়ে মুখ খোললেন বিজেপির সদর শহরাঞ্চল জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য। তিনি বলেন, এদিন রাতের হামলা ও ঘটনার সঙ্গে তার নাম জড়ানোর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। নেপথ্যে কাজ করছে একজন বড় মাথা। আগামী দিনে এই সমস্ত ব্লু প্রিন্ট তিনি সামনে নিয়ে আসবেন।বুধবার ভট্ট পুকুর শুকতারা ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে তিনি একথা বলেছেন।অসীম ভট্টাচার্য বলেন, পুরো ঘটনা সাজানো।ইচ্ছাকৃত ভাবে হামলাকারীরা তার নাম জড়িয়ে দিয়েছে।সঙ্গে তার ক্লাব ও দলকেও।
       অসীম ভট্টাচার্য বলেন, এই সমস্ত কাজ বিকৃত মানসিকতা সম্পন্ন লোকজনের। তারা অসীম এবং তার ক্লাব ও দলকে কালিমালিপ্ত করতেই এই স্ক্রিপ্ট রচনা করেছেন। তার তীব্র ধিক্কার জানান তিনি।
               এক দল নেশা সেবনকারী ছেলেরা মনসা পূজার রাতের এই ঘটনা সংগঠিত করেছে। এই মাদক ঠেক ভাঙ্গতে অসীম সহ এলাকার লোকজন চেষ্টা করে আসছেন।তারপরও একাংশ লোকের মদতে এলাকায় চলছে মাদক সিন্ডিকেটের। অসীম ভট্টাচার্য তার কথার মাধ্যমে বুঝিয়ে দেন যে বা যারা পুরো ঘটনার স্ক্রিপ্ট রচনা করেছেন তাদের ছাড়া হবে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *