ডেস্ক রিপোর্টার, ২০ আগস্ট।।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮১তম জন্মদিন পালন করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার রাজীব গান্ধীর জন্ম দিন উপলক্ষ্যে প্রথমে কংগ্রেস ভবনে সামনে দলীয় পতাকা উত্তোলন করে রাজীব গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন কংগ্রেস নেতৃত্ব। পরবর্তীতে তারা শহরের গান্ধীঘাট শহীদ বেদীতে গিয়েও পুষ্পার্ঘ অর্পণ করেন। প্রতি বছরের ন্যায় এদিনটিকেও সৎ ভাবনা দিবস হিসেবে উদযাপন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর রাজীব গান্ধী তার শাসন কালকে দেশের জন্য কি কি যুগান্তরকারী সিদ্ধান্ত নিয়েছিলেন? কিভাবে কাজ করেছেন দেশের মানুষের জন্য। এই সমস্ত বক্তব্য তুলে ধরেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
বুধবার গোটা দেশেই জাতীয় কংগ্রেস রাজীব গান্ধীর ৮১ তম জন্মদিন পালন করেছে। রাজীব গান্ধীর চিন্তা ভাবনা ও তার সময়ের কিছু যুগান্তরকারী সিদ্ধান্তের ফসল আজও কিভাবে পাচ্ছে গোটা দেশের মানুষ, এদিন দেশ জুড়ে কংগ্রেস নেতৃত্ব এই সমস্ত তথ্য তুলে ধরে।