ডেস্ক রিপোর্টার,২০ আগস্ট।।
মর্মান্তিক। ভাটি অভয়নগর মোল্লাপাড়া কাটা খালের জলে পড়ে মৃত্যু হলো আড়াই বছরের এক শিশুর। তার নাম নূর মোহাম্মদ। ঘটনা বুধবার সন্ধ্যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল। অবশ্যই তার আগেই স্থানিয় লোকজন শিশুটিকে খালের জল থেকে তুলে নিয়ে আসে। এবং আনা হয় হাসপাতালে।চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে।পরিবারের লোকজনের অলক্ষ্যে শিশুটি ঘরের পেছন দিকে দিয়ে চলে যায়। এবং পড়ে যায় জলে।
শিশু মৃত্যুর ঘটনায় মোল্লাপাড়াতে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙ্গে পড়ছেন ছোট নূরের পরিবারের লোকজন।
