ডেস্ক রিপোর্টার,২১ আগস্ট।।
আগামী বছর এডিসি নির্বাচন।নির্বাচনকে সামনে রেখে এডিসি এলাকায় ঘর গোছানোর চেষ্টা করছে রাজ্যের শাসক জোটের প্রধান শরিকের বিজেপি। এই লক্ষ্যকে সামনে রেখে পাহাড়ে চাষাবাদ শুরু করেছে গেরুয়া বাহিনী। তারই অঙ্গ হিসাবে পাবিয়াছড়া বিধানসভার দারচৈই এডিসি ভিলেজে ঘর ভাঙার কাজ শুরু করেছেন স্থানীয় বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক ভগবান দাস। বৃহস্পতিবার দারচৈই এডিসি ভিলিজে সিপিআইএম, কংগ্রেস, তিপ্রামথা থেকে ৫৮ পরিবারের ১৭৩ জন বিজেপিতে যোগ দিয়েছেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন ভগবান দাস নিজেই।
