কৈলাসহর ডেস্ক,২২ আগস্ট।।

            নেশা ও অবৈধ পার্কিং বিরোধী বিশেষ অভিযানে নেমে তৎপরতা দেখাল কৈলাসহর পুলিশ।শুক্রবার সন্ধ্যায় কৈলাসহর থানার ওসি তাপস মালাকারের নেতৃত্বে এই অভিযানে নামে পুলিশ।প্রথমেই ঊনকোটি কলাক্ষেতের সামনে নেশা বিরোধী অভিযানে নেমে বেশ কিছু বাইক আটক করে।অবৈধভাবে পার্কিং করে রাখা একাধিক মোটর বাইকও আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযান চলাকালে উদিত সিনহা নামে এক যুবককে আটক করতেই পরিস্হিতি তপ্ত হয়ে উঠে। উদিত পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীদের দাবি, কৈলাসহর থানার ওসি ও আধা সামরিক বাহিনীর জওয়ানরা শক্ত হাতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও দীর্ঘ সময় ধরে উত্তেজনা বিরাজ করে।শেষ পর্যন্ত পুলিশ যুবকটিকে আটক করে থানায় নিয়ে যায়। উদিত সিনহার সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় কৈলাসহর থানার ওসি সহ কয়েকজন পুলিশকর্মী সামান্য আহত হয়েছেন। দাবী পুলিশের।পুলিশ ধৃত যুবক উদিত সিনহার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করবে বলে জানিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *