ডেস্ক রিপোর্টার,২৩ আগস্ট।।
ধানক্ষেতের পাশে থাকা নালাতে পড়ে মৃত্যু হলো এক আড়াই বছরের শিশু কন্যার। নাম সোনাক্ষী দেববর্মা। বাড়ি কৈলাসহরের জামতৈল বাড়িতে। ঘটনা শনিবার সকালে।
এদিন সোনাক্ষীর বাবা খিছুকরাই দেববর্মা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। অসুস্থ মা বাড়িতেই ছিলেন। কিন্তু মায়ের অলক্ষ্যে ছোট্ট সোনাক্ষী কোনো এক সময় বাড়ি থেকে বেরিয়ে যায়।এবং চলে যায় বাড়ির পার্শ্ববর্তী ধান ক্ষেতের সামনে।সেখানে থাকা নালাতে পড়ে যায়। এই পথ ধরে আসা লোকজন জলের মধ্যে সোনাক্ষীর মৃত দেহ দেখতে পায়। তারা খবর দেয় বাড়ির লোকজনকে। সঙ্গে সঙ্গে সোনাক্ষীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে।চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে।
