ডেস্ক রিপোর্টার,২৩ আগস্ট।।

         শুল্ক যুদ্ধে ভারতের পাশে আছে চিন। আমেরিকার চাপানো ৫০ শতাংশ শুল্কের বিরোধিতা করে এমনটাই জানালেন ভারতে চিনের রাষ্ট্রদূত শু ফেইহং। সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘চুপ করে থাকলে মস্তানি বেড়ে যায়’। মনে করা হচ্ছে, আমেরিকার উদ্দেশেই এই বার্তা দিয়েছেন চিনা রাষ্ট্রদূত।

        সম্প্রতি দু’দিনের ভারত সফরে এসেছিলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। তিনি সফর শেষ করে চলে গেছেন দেশে। ভারত ছাড়ার আগে মন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন তিনি। চলতি বছরের শেষে মোদীকে চিনে আমন্ত্রণও জানিয়েছেন। ভারত সফরে আসা চিনা রাষ্ট্রদূত বলেন, ‘‘আমেরিকা ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। আরও শুল্কের হুঁশিয়ারি দিয়েছে। চিন কঠোর ভাবে এর বিরোধিতা করছে। চুপ করে থাকলে মস্তানি আরও বে়ড়ে যায়। চিন ভারতের পাশে আছে।’’

    চিন এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক সমগ্র এশিয়ার উন্নতির জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চিনা রাষ্ট্রদূত। তাঁর কথায়, ‘‘এত বড় দুটো প্রতিবেশী দেশের মধ্যে সংহতি, সহযোগিতা থাকা খুব প্রয়োজন। তাতে উন্নতির পথ প্রশস্ত হয়। চিন আর ভারতের বন্ধুত্বে এশিয়া মহাদেশের লাভ। এশিয়ার অর্থনৈতিক উন্নতির ‘ডবল ইঞ্জিন’ আমরা। আমাদের সংহতি আসলে সারা বিশ্বের জন্য লাভজনক।’’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *