ডেস্ক রিপোর্টার,২৪ আগস্ট।।

                      উওর জেলায় হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা করছে কংগ্রেস। এডিসি দিবসের দিনে উত্তর জেলার দুই বিধানসভা কেন্দ্রে চাষাবাদ করে কিছুটা সাফল্য কুড়িয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।উত্তরের কাঞ্চনপুর বিধানসভার পূর্ব সাতনালা ও লক্ষীপুরে ৩১ পরিবারের ১১০ জন ভোটার বিজেপি – তিপ্রামথা ছেড়ে কংগ্রেসে যোগ দেয়।পেচারতল বিধানসভার করইছড়া এলাকায়  পৃথক একটি যোগদান সভায় ১৮ পরিবার ৫৮ জন ভোটার  বিভিন্ন দল ছেড়ে কংগ্রেস দলে যোগ দেয়।নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।শনিবার  প্রদেশ কংগ্রেস সভাপতি  কুমারঘাটে রাত্রি যাপন করেন । এবং রবিবার সকালে কৈলাসহর ও ধর্মনগরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে কুমারঘাট ত্যাগ করেন।উওর জেলায় অনুষ্ঠিত কংগ্রেসের প্রতিটি সভাতেই আশীষ কুমার সাহা তীব্র আক্রমণ করেন শাসক দল বিজেপিকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *