ডেস্ক রিপোর্টার,২৪ আগস্ট।।
দেবী দুর্গার বাহন যতই সিংহ হোক না কেন, মর্ত্যে তিনি তাঁর অন্য চার বাহনের একটিতে চেপে আসেন এবং অন্যটিতে ফেরেন। এই বছর যেমন দেবী দুর্গা মর্ত্যে আসছেন কোন বাহন চেপে?আবার ফিরবেনই বা কিসে?
শাস্ত্র অনুযায়ী, বছর দেবী দূর্গা মর্ত্যে আসছেন গজে চেপে। কিন্তু দেবী দুর্গা কীসে চেপে পতিগৃহে ফিরছেন ?প্রতি বছর পুজোর আগে দেবীর আগমন এবং গমন কীসে জানতে সকলে উদগ্রীব হয়ে থাকেন। শাস্ত্রমতে মনে করা হয়, দেবী দুর্গা প্রতি বছর কীসে চেপে মর্ত্যে আসছেন বা ফিরে যাচ্ছেন, তার থেকেই ইঙ্গিত পাওয়া যায়, আগামীতে কী ঘটবে বা ঘটতে পারে। অর্থাৎ শুভ বা অশুভ, কেমন যাবে বছর– তার ইঙ্গিত মেলে। তাই এ বার দেবীর আগমন গজে হলেও গমন করবেন দোলায়।অর্থাৎ উমার কৈলাসে ফেরা এ বার পালকিতে।

দোলায় দেবীর গমন হলে মনে করা হয়, ” ভূমিকম্প, মহামারী বা অতিমৃত্যুর মতো ঘটনা ঘটবে। অর্থাৎ দুর্ঘটনা বা দুর্যোগের আশঙ্কা রয়েছে। ফলে দোলায় দেবীর গমন যে বিশেষ শুভ ইঙ্গিত দেয় না, সেটা বলাই বাহুল্য।” অন্য দিকে গজে দেবীর মর্ত্যে আসা ইঙ্গিত দেয় যে পৃথিবী সুখ-শান্তিতে ভরে উঠবে। সমৃদ্ধি আসবে। অর্থাৎ দেবীর গজে আগমন শুভ।
দেবী দুর্গার চার বাহন হল গজ, দোলা, ঘোটক ও নৌকা। এই চার বাহনের মধ্যে গজ শান্তি এবং সমৃদ্ধি আনে। অর্থাৎ শুভ ইঙ্গিত দেয়। অন্য দিকে ঘোটক ছত্রভঙ্গ, যুদ্ধ, অশান্তির ইঙ্গিত বয়ে আনে। নৌকায় দেবীর আগমন বা গমন ঘটলে বন্যা হতে পারে বলে মনে করা হয়। যদিও আর একটি মত অনুযায়ী, ভাল বৃষ্টির কারণে পৃথিবী শস্য শ্যামলা হয় দেবী নৌকায় এলে বা ফিরে গেলে। মড়ক, মহামারীর ইঙ্গিত দেয় দোলা।