ডেস্ক রিপোর্টার,২৫ আগস্ট।।
চরিত্রহীন আখ্যা দিয়ে এক যুবতীর মাথার চুলন্যাড়া করার অভিযোগে উদয়পুরের আর কে পুর থানার পুলিশ তিন মহিলাকে গ্রেফতার করেছে। ধৃতরা হলো মঞ্জু রানী দাস, গকুল রানী দাস ও হাসিমা ভানু। ঘটনা উদয়পুর ভাঙ্গারপাড় এলাকায়।রবিবার তিন অভিযুক্ত মহিলা পূর্ণিমা ঘোষ নামে এক যুবতীকে অকথ্য অত্যাচার করে। তাও প্রকাশ্যে।সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই ছিঃ ছিঃ রব উঠে সর্বত্র। ঘটনার রাতেই পুলিশ তিন মহিলার নামে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে। শেষ পর্যন্ত সোমবার তাদেরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। জনিয়েছেন গোমতী জেলার এসপি কিরন কুমার।ভাঙ্গারপাড়ের এই তিন মহিলা কাদের নির্দেশে পূর্ণিমাকে অত্যাচার করেছে?তাদেরকে খুঁজে বের করতে তদন্ত করছে পুলিশ। তবে শেষ পর্যন্ত মূল কুশীলবদের নাম সামনে আসবে কিনা, তা নিয়েও সন্দেহ রয়েছে।