ডেস্ক রিপোর্টার, ২৬ অগাষ্ট।।

         উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে বড় জালিয়াতির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে।২২ জন সাংসদের সই জাল করে উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রার্থী হতে চেয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন কেরলের এক বাসিন্দা। নাম জোমন জোসেফ। এই জালিয়াতি প্রকাশ্যে আসতেই সঙ্গে সঙ্গে বাতিল করা হয়েছে তার  মনোনয়ন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের প্রস্তুতি শুরু হয়েছে।

       কেরলের বাসিন্দা জোমন জোসেফ উপরাষ্ট্রপতি পদে লড়তে চেয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন।অভিযোগ, তাঁর প্রতি যে সাংসদদের সমর্থন রয়েছে, তা প্রমাণ করতে বিরাট জালিয়াতি করেন জোসেফ।গত ২১ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় জোসেফের কেলেঙ্কারির বিষয়টি প্রকাশ্যে আসে। ২২ জন লোকসভা এবং রাজ্যসভার সাংসদের সই-সহ মনোনয়ন জমা পড়ার পর স্কুটিনির সময় দেখা যায় সেখানে সাক্ষর রয়েছে ওয়াইএসআরসিপি সাংসদ মিথুন রেড্ডির। তাতেই সন্দেহ হয় তদন্তকারীদের। কারণ রেড্ডি বর্তমানে জেলবন্দি। এরপরই বিষয়টি রাজ্যসভার সচিবের নজরে আনা হয়। বিষয়টি নিয়ে খোঁজখবর করতেই জানা যায়, জোসেফের মনোনয়নপত্রে যে সব সাংসদদের সাক্ষর রয়েছে সেগুলিও জাল। অভিযুক্ত ব্যক্তি যে সব সাংসদের নাম উল্লেখ করেছেন, তাঁদের কাছ থেকে জানতে চাইলে তাঁরা বিষয়টি সম্পর্কে অবগত নন বলেই জানিয়ে দেন। এরপরই বাতিল করা হয় জোসেফের মনোনয়ন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *