কল্যাণপুর ডেস্ক,২৬ আগস্ট।।
কল্যাণপুর থানার অন্তর্গত খাস কল্যানপুর স্কুলের দশম শ্রেণীর ছাত্র সুভম শীল এবং নবম শ্রেণীর ছাত্র অভিজিতের মধ্যে স্কুল চলাকালীন কোন একটি বিষয় নিয়ে ঝামেলা হয়। যথারীতি স্কুলের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা মিলে গোটা বিষয়টি মিটমাট করে নেন। আভিযোগ, পরবর্তীতে নবম শ্রেণীর অভিজিতের পরিবারের লোকজন এসে শুভম শীলকে স্কুল থেকে ডেকে নিয়ে যায়। এবং প্রচন্ড মারধোর করে। সংজ্ঞাহীন অবস্হায় তাকে স্কুলের কোনো এক কর্নারে ফেলে চলে যায়। এই ঘটনা জানতে পারে শুভমের পরিবারের লোকজন। তাকে আশঙ্কা জনক অবস্হায় স্কুল থেকে উদ্ধার করে কল্যাণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। শারীরিক অবস্থা অবনতি হওয়াতে তাকে খোয়াই
হাসপতালে রেফার করা হয়।
আহত ছাত্র শুভম শীলের কাকা শিবু শীল আক্ষেপ করে জানান, বাচ্চাদের মধ্যে ঝগড়া হতেই পারে। তার জন্য বাড়িঘরের লোকজন এসে মারধোর করবে, এটা মেনে নেওয়া যায় না। তারা স্কুল থেকে ডেকে নিয়ে শুভমকে হামলা করেছে।
