কৈলাসহর ডেস্ক, ২৬ আগস্ট।।
মঙ্গলবার কৈলাসহরস্থিত অগ্নিনির্বাপক দপ্তরে উত্তর ও ঊনকোটি জেলার অগ্নি নির্বাপক স্টেশন গুলির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় মেঘা রক্তদান শিবির। এই রক্ত দান শিবিরের উদ্বোধন করেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, পুরপরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক ডাঃ সন্দীপন ভট্টাচার্যী, দপ্তরের জয়েন্ট ডাইরেক্টর মিঠুন দাস চৌধুরী। রক্তদান শিবিরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী থেকে শুরু করে সিভিল ডিফেন্স, এনডিআরএফ সহ সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা স্বেচ্ছায় রক্তদান করেন। শতাধিক ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যে মাত্রা নিয়ে এই শিবির অনুষ্ঠিত হয়। দমকল বাহিনীর এই রক্তদান শিবিরের ভুয়সী প্রশংসা করেন মন্ত্রী টিংকু রায়।