স্পোর্টস ডেস্ক, ২৬ অগাষ্ট।।
আলিশা রঙ্খাল এবং নিনা ত্রিপুরার পর এবার ত্রিপুরার আরেক ফুটবলার ডাক পেল প্রতিভা বাছাই শিবিরে। ত্রিপুরা স্পোর্টস স্কুলের রেমিকা রিয়াং ডাক পেলো জাতীয় দলের শিবিরে। অনূর্ধ্ব ১৬ এ আই এফ এফ – ফিফা ট্যালেন্ট একাডেমি হায়দ্রাবাদে। রাজ্য ফুটবল সংস্থার সচিব অমিত চৌধুরী এ খবর জানান। ছত্রিশগড়ে অনূর্ধ্ব ১৪ বালিকাদের ফুটবলে গ্রুপ থেকে ত্রিপুরা বেরুতে না পারলেও রাজ্যের বেশ কয়েকজন ফুটবলার নির্বাচকদের নজর কেড়ে নেয়। এরই সুফল পাচ্ছে রাজ্যের বালিকা ফুটবলার।রেমিকাকে নিয়ে আশাবাদী রাজ্যের ফুটবল কোচরা। মাঠে দুর্দান্ত স্কিলে রেমিকা বারবার পরাজিত করে বিপক্ষের ফুটবলারদের। তুলনামূলক ভাব পুরুষ ফুটবলারদের চেয়ে অনেকটা এগিয়ে রাজ্যের মহিলা ফুটবলাররা।