ডেস্ক রিপোর্টার , ২৬ আগস্ট ।।

      এবার কৈলাসহর থানা পুলিশের গুণ্ডাগিরি নিয়ে মুখ খুললেন অত্যাচারিত যুবক উদিত সিনহা।মঙ্গলবার নিজ বাড়িতে সাংবাদিক বৈঠক করে উদিত পুলিশের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগলে দেন। এবং পুলিশের বিরুদ্ধে মান হানির মামলা করবে বলেও দাবি করেছেন। ঘটনার সূত্রপাত গত ২২ আগস্ট। এদিন রাতে কৈলাসহর থানার ওসি তাপস মালকারের নেতৃত্বে পুলিশ মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযানে নামে।পাশাপাশি বেপরোয়া বাইক চালকদেরও আটক করে। এই সময় উদিত সিনহাকে আটক করে পুলিশ। এবং তাকে নেশাগ্রস্থ যুবক বলে চিহ্নিত করে। কিন্তু এই যুবকের দাবি ছিলো সে নেশা করে নি। এই নিয়ে পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি হয়।এরপর পুলিশ প্রকাশ্যে তাকে মারধর করে। এবং থানায় নিয়ে যায়। উদিতের বক্তব্য, ঘটনার সন্ধ্যায় পুলিশ তার কোনো কথা শুনতে চাই নি।রীতিমত ভর রাজপথে গুণ্ডাগিরি করেছে পুলিশ। মুল মাদক ব্যবসায়ীদের পুলিশ আটক না করে নিরীহ মানুষদের হেনস্থা করছে।

         উদিত স্পষ্ট ভাষায় বলেন, সে যদি আইন লঙ্ঘন করে থাকে,তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারতো। কিন্তু তাকে মারধর করার অধিকার নেই। তার সঙ্গে কৈলাসহরের পুলিশ সন্ত্রাসীদের মতো ব্যবহার করেছে। এটা কোনো ভাবেই মেনে নিতে পারছে না এই শিক্ষিত যুবক। তাই পুলিশের বিরুদ্ধে আইনী লড়াইয়ে যাওয়ার হুমকি দিয়েছেন উদিত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *