সরকারি নিয়ম অনুযায়ী, দুর্যোগ মোকাবেলা দল তথা সিভিল ডিফেন্সে স্বেচ্ছাসেবক হিসেবে ১৮ বছরের কম বয়সী ছেলে-মেয়েদের ট্রেনিংয়ের জন্য নিয়োগ করা যায় না।
তেলিয়ামুড়া ডেস্ক, ২৭ আগস্ট।।
তেলিয়ামুড়া মহকুমার দুর্যোগ মোকাবেলা বিভাগ নিয়ে অভিযোগের শেষ নেই। এরই মধ্যে সামনে এসেছে নতুন অভিযোগ।সরকারি আইন অমান্য করেই বয়সসীমা উপেক্ষা করে এবং পছন্দের লোকজনকে স্বেচ্ছাসেবকদের ট্রেনিংয়ের জন্য বাছাই করা হয়েছে।
সরকারি নিয়ম অনুযায়ী, দুর্যোগ মোকাবেলা দল তথা সিভিল ডিফেন্সে স্বেচ্ছাসেবক হিসেবে ১৮ বছরের কম বয়সী ছেলে-মেয়েদের ট্রেনিংয়ের জন্য নিয়োগ করা যায় না। আশ্চর্যের বিষয়, এই নিয়মকে উপেক্ষা করে তেলিয়ামুড়ার দুর্যোগ মোকাবেলা দলে জড়িত সিনিয়র স্বেচ্ছাসেবক বিবেক ভট্টাচার্য ও সুমন দেবনাথ নিজেদের ঘনিষ্ঠ কয়েকজনকে ১৮ বছর না হওয়া সত্ত্বেও নিয়োগ করেছে। সাংবাদিকদের প্রশ্নের মুখে এই দুর্নীতির কথা অকপটে স্বীকার করেছেন দায়িত্ব প্রাপ্তরা।
বাধ্য হয়েই মঙ্গল বার ট্রেনিংয়ের দ্বিতীয় দিনেই ১৮ বছরের নিচে থাকা ছেলেমেয়েদের হঠাৎ করেই ট্রেনিং সেন্টার থেকে থেকে বের করে দেয়।
এই ঘটনার জেরে মহকুমার বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। বাধ্য হয়েই মঙ্গল বার ট্রেনিংয়ের দ্বিতীয় দিনেই ১৮ বছরের নিচে থাকা ছেলেমেয়েদের হঠাৎ করেই ট্রেনিং সেন্টার থেকে থেকে বের করে দেয়। এই প্রক্রিয়া চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।