ডেস্ক রিপোর্টার,২৭ অগাষ্ট।।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পাকিস্তানে সন্ত্রাসী শিবিরগুলির বিরুদ্ধে ভারতের পদক্ষেপ অবিলম্বে বন্ধ করেছেন মোদী’।, বুধবার বিহারের মুজফফরপুরে একটি জনসভায় এমনই অভিযোগ করেছেন রাহুল গান্ধী। যদিও পাক সন্ত্রাসী ঘাঁটিগুলিতে ভারত ৬-৭ মে রাতেই হামলা সম্পন্ন করেছিল ২৩ মিনিটে। এরপর এই গোটা সংঘাতে পাকিস্তানের সামরিক আগ্রাসনের জবাব দিয়ে গিয়েছে ভারত। পরে ১০ মে ভোরের দিকে পাকিস্তানের একের পর এক বায়ুসেনা ঘাঁটি ধ্বংস করে ভারত। মঙ্গলবার অপারেশন সিঁদুর নিয়ে ফের একবার মুখ খোলেন ট্রাম্প। এই আবহে ট্রাম্পের মন্তব্যকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দাগলেন রাহুল গান্ধী।
বুধবার বিহারের মাটিতে দাঁড়িয়ে রাহুল গান্ধী বলেন, ‘ট্রাম্প আজ বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ চলছিল, তখন নাকি তিনি নরেন্দ্র মোদীকে ফোন করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করতে বলেছিলেন। আর নরেন্দ্র মোদী ২৪ ঘণ্টা নয়, পাঁচ ঘণ্টায় সব বন্ধ করে দিয়েছেন।’ তবে মঙ্গলবার ট্রাম্প সরাসরি বলেননি যে তিনি মোদীকে হুমকি দিয়েছিলেন। তিনি বরং মোদীকে ‘অত্যন্ত দুর্দান্ত মানুষ’ বলে আখ্যা দিয়েছলেন।
