“গত বছর কিছুটা নদীর পাড় সংস্কারের কাজ হলেও তা ছিলো নিম্নমানের। এর জেরেই মাত্র এক বছরের মধ্যেই ফের নদীগর্ভে চলে গেল এই গুরুত্বপূর্ণ সড়ক।বাসিন্দাদের বক্তব্য, দ্রুত সমস্যার সমাধান না করলে আগামী দিনে আরও ভয়ানক বিপর্যয়ের মুখে পড়বে তারা।”

কুমারঘাট ডেস্ক, ২৮ অগাষ্ট।।
        প্রশাসনিক গাফিলতির জেরে ভয়াবহ বিপর্যয় ঘটল কুমারঘাট শহরের প্রাণকেন্দ্রে। বৃহস্পতিবার সকাল প্রায় ৭টা নাগাদ কুমারঘাট শহরের দেওহাট থেকে পুরাতন শিবথলি যাওয়ার মূল সড়কটিতে হঠাৎ করেই প্রায় ৩০ মিটারে অধিক রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে যায়। ফলে মুহূর্তে গোটা এলাকার সঙ্গে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

।কুমারঘাট মূল সড়কে নো এন্ট্রি বোর্ড।

রাস্তার পাশে নদীর পাড় সংস্কারের ও ড্রেইনের দাবি জানিয়ে আসছিলেন বাসিন্দারা। কিন্তু উদাসীন ছিলো পূর্ত দপ্তর।

স্থানীয়দের অভিযোগ, ২০২৩ – ২৪ সালে দেও নদীর জল বৃদ্ধি পাওয়ায় এই সড়কে প্রথম ফাটল দেখা দিয়েছিল। তখন থেকেই রাস্তার পাশে নদীর পাড় সংস্কারের ও ড্রেইনের দাবি জানিয়ে আসছিলেন বাসিন্দারা। কিন্তু দপ্তরের উদাসীনতার কারণে কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। গত বছর কিছুটা নদীর পাড় সংস্কারের কাজ হলেও তা ছিলো নিম্নমানের। এর জেরেই মাত্র এক বছরের মধ্যেই ফের নদীগর্ভে চলে গেল এই গুরুত্বপূর্ণ সড়ক।

।নদীর গ্রাসে মূল সড়ক।

বর্তমানে এই রাস্তা ভেঙে যাওয়ায় ফলে প্রায় ২০০ পরিবারের প্রায় ৬০০-রও বেশি মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।

বর্তমানে এই রাস্তা ভেঙে যাওয়ায় ফলে প্রায় ২০০ পরিবারের প্রায় ৬০০-রও বেশি মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। বিদ্যালয়গামী ছাত্রছাত্রী থেকে শুরু করে কর্মজীবী মানুষ, সকলের ভরসা বিকল্প পথ। এতে শুধু যাতায়াত নয়, জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীদেরও চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও হ্যাপা পোহাতে হচ্ছে। সাধারণ মানুষ নেতা – মন্ত্রী – সরকারী অধিকারীদের উপর প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেন।


রাস্তা সংলগ্ন দেও নদী বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের অধীনে থাকলেও সড়কটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব কুমারঘাট পিডব্লিউডি দপ্তরের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। খতিয়ে দেখেন বিপর্যয়ের বিষয়টি। তারা দ্রুত মেরামতির আশ্বাস দেন। রাস্তায় মাটি ফেলার কাজ শুরু করে।বাসিন্দাদের বক্তব্য, দ্রুত সমস্যার সমাধান না করলে আগামী দিনে আরও ভয়ানক বিপর্যয়ের মুখে পড়বে তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *