ডেস্ক রিপোর্টার,১ লা সেপ্টেম্বর।।
          ” এক সময় ত্রিপুরা রাজ্যকে অশান্ত করার জন্য আমরা বাঙালি জঙ্গি সংগঠন ইউবিএলএফের জন্ম দিয়েছিলো।” – বক্তা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি রবিবার তেলিয়ামুড়াতে অনুষ্ঠিত দলীয় একটি অনুষ্ঠানে একথা বলেছেন।
          মানিক সরকারের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করেছে রাজনৈতিক দল আমরা বাঙালি।সোমবার রাজধানীর শিব নগরে আমরা বাঙালির কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল বলেন, মানিক সরকার আমারা বাঙালিকে নিয়ে অপ প্রচার করছেন। বাম জামানাতেই রাজ্যে ১৯৮০ সালের জুন মাসে গণহত্যা সংঘটিত হয়েছিলো। এই ঘটনার আগে তৎকালীন মুখ্যমন্ত্রী নৃপেণ চক্রবর্তী ও মানিক সরকার গোপন বৈঠক করেছিলেন। এরপরেই জঙ্গি সংগঠন টিএনভির বিজয় রাঙ্খলের নেতৃত্বে রাজ্যে হয়েছিল বাঙালি নিধন। এদিন আমরা বাঙালি মানিক সরকারের কুশ পুত্তিলিকা দাহ করে। জুতো পেটা করে মানিক সরকারের ছবিতে।

গৌরাঙ্গ রুদ্র পাল ( সচিব, আমরা বাঙালি)

এটাও বাস্তব বাম জমানাতেই রাজ্যের জনজাতি অংশের জঙ্গি সংগঠন গুলি মাথা চাড়া দিয়ে উঠেছিল। রাজ্যের গ্রাম পাহাড়ে জঙ্গিরা শুরু করেছিল সিরিয়াল বাঙালি কিলিং। অবশ্যই বামেরা তাদের জামানার এই নগ্ন দিকটি বারবার চেপে রাখার চেষ্টা করেছে। আজও একই রাস্তায় হাঁটছে মানিক সরকাররা। তবে ১৮ ও ২৩ বিধানসভা নির্বাচনে জন জাতি সম্প্রদায়ের মানুষ বামেদের পাহাড় থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তাতেও অবশ্যই লজ্জা হয় নি, এই রাজ্যের কমিউনিস্ট নেতাদের। এটা আবারও প্রমান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *