ডেস্ক রিপোর্টার, ১লা সেপ্টেম্বর।
            সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও- র  সম্মেলনে যোগ দিতে চিনের তিয়ানজিনে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দিনের এই সফরে তাঁর জন্য বিশেষ নিরাপত্তা এবং আতিথেয়তার ব্যবস্থা করেছে চিন সরকার। সফরের সময় প্রধানমন্ত্রী মোদীর যাতায়াতের জন্য বরাদ্দ করা হয়েছে চিনের রাষ্ট্রায়ত্ত বিলাসবহুল ব্র্যান্ড হংকি গাড়ি। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং নিজে যে গাড়ি ব্যবহার করেন, সেই হংকি এল৫ মডেলেই সফরের সময় চলাফেরা করছেন প্রধানমন্ত্রী মোদী। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ৭ কোটি টাকা।
ম্যান্ডারিনে হংকি শব্দের অর্থ ‘লাল পতাকা।’ রাষ্ট্রায়ত্ত ফার্স্ট অটোমোবাইল ওয়ার্কস বা এফএডব্লিউ গ্রুপের তৈরি হংকি হল চিনের প্রাচীনতম যাত্রীবাহী গাড়ির ব্র্যান্ড। ১৯৫৮ সালে শুরু হওয়া এই সংস্থার গাড়ি প্রথমে তৈরি হয়েছিল একেবারেই কমিউনিস্ট পার্টির নেতৃত্বের জন্য। তাই একে চিনের ‘জাতীয় গর্ব’ হিসেবেই দেখা হয়। পরে ১৯৮১ সালে বন্ধ হয়ে যায় উৎপাদন। কিন্তু ১৯৯০-এর দশকের মাঝামাঝি ফের ফিরে আসে হংকি। আজও এটি ‘মেড ইন চায়না’ র প্রতীক হিসেবে বিবেচিত হয়। প্রেসিডেন্ট শি জিনপিং-সহ চিনের রাষ্ট্রনেতাদের পাশাপাশি উচ্চপদস্থ কূটনীতিবিদ ও ধনকুবেরদের কাছেও এই গাড়ি এক বিশেষ মর্যাদার প্রতীক।বর্তমানে এই গাড়ির সবচেয়ে পরিচিত মডেল হল এল৫ লিমুজিন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *