আগরতলা,২ সেপ্টেম্বর।।
আগরতলা,২ সেপ্টেম্বর।।
শহরের একটি বিলাস বহুল হোটেলে মঙ্গলবার অনুষ্ঠিত হয় এক সংবর্ধনা সভা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিশালগড়ের প্রকাশক সংস্থা পূর্ণিমা প্রকাশনীর কর্ণধার পূর্ণিমা সেনগুপ্তের হাতে তুলে দেওয়া হয় “বার্তাবাহক অ্যাওয়ার্ড ২০২৫”। এই সম্মাননা প্রদান করেন পশ্চিমবাংলার সংবাদপত্র “বার্তাবাহক”- র সম্পাদক জীবন ভট্টাচার্য।কলকাতা থেকে প্রকাশিত এই পএিকা এবছর ভারতের বিভিন্ন রাজ্যের মোট ১৮ জন গুণীকে এই পুরস্কার প্রদান করেছে। এদিন পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট পুলিশ সাহিত্যিক ড: প্রণব সেনগুপ্ত,কলকাতা থেকে আগত কান্তি ভট্টাচার্য,রুপা ভট্টাচার্য,সবিতা ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রসঙ্গত, পূর্ণিমা সেনগুপ্ত দীর্ঘদিন ধরেই প্রকাশনার সঙ্গে জড়িত। প্রতি বছর তাঁর প্রকাশনী সংস্থা থেকে ১০ থেকে ১২টি বিভিন্ন স্বাদের বই প্রকাশিত হয় । এই প্রকাশনীর বই রাজ্য, দেশ ও বিদেশেও সমান ভাবে সমাদৃত ।