ডেস্ক রিপোর্টার, ২সেপ্টেম্বর।।
      বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের অর্থনীতি প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য অর্জন করেছে।’ মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মৃত অর্থনীতি’ মন্তব্যকে খণ্ডন করে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ভারতের অর্থনীতিকে বিপদে ফেলতে ৫০ শতাংশ শুল্কের বোঝা চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত ভারতও। দেশের অর্থনীতি যে সঠিক পথেই চলছে এবার সেই বার্তা দিলেন খোদ প্রধানমন্ত্রী মোদী।
    জাপান ও চিন সফর সেরে সোমবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই মঙ্গলবার দিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে ‘সেমিকন ইন্ডিয়া ২০২৫’ সম্মেলনের উদ্বোধন করে জিডিপি বৃদ্ধির সাম্প্রতিক তথ্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
  প্রধানমন্ত্রী তথ্য দিয়ে বলেন, প্রথম ত্রৈমাসিকে ভারতের আর্থিক বৃদ্ধি পৌঁছে গিয়েছে ৭.৮ শতাংশে।’
প্রধানমন্ত্রীর বক্তব্য’এই প্রবৃদ্ধি সামগ্রিক- কৃষি, শিল্প, ও পরিষেবা ক্ষেত্রে সমানভাবে ছড়িয়ে আছে। এটি আমাদের নাগরিকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার পথে এগিয়ে নিচ্ছে।’
প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘ট্রাম্প প্রশাসনের ৫০ শতাংশ শুল্ক আরোপ, রাশিয়ার তেল আমদানি ও দ্বিপাক্ষিক বাণিজ্যে-আমাদের উন্নয়নের গতি থামাতে পারেনি।’
এই মুহূর্তে বিশ্বের অগ্রগতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরল খনিজের লক্ষ্যে কাজ করছে ভারত।
মোদীর কথায়, ‘আগের শতাব্দী গঠিত হয়েছে তেলের মাধ্যমে। কিন্তু ২১ শতকের শক্তি নিহিত একটি ক্ষুদ্র চিপে। এই চিপই আজকের ডিজিটাল হিরে। গোটা বিশ্ব এখন ভারতের উপর আস্থা রাখছে এই ক্ষেত্রে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *