“অবৈধ ভাবে ভারত ভূখণ্ডে বসাবাসকারী বিদেশী নাগরিকদের নিজের দেশে পাঠানোর আগে রাখতে হবে ডিটেনশন সেন্টারে।তার জন্য পূর্ণাঙ্গ ক্ষমতা দেওয়া হয়েছে ফরেনার্স ট্রাইব্যুনালকে।”
ডেস্ক রিপোর্টার, ৪ সেপ্টেম্বর।।
অনুপ্রবেশকারীদের রুখতে আবারও বড় পদক্ষেপ ভারত সরকারের। দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলকে ডিটেনশন সেন্টার তৈরি জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই সংক্রান্ত বিষয়ে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। কেন্দ্রীয় সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবৈধ ভাবে ভারত ভূখণ্ডে বসাবাসকারী বিদেশী নাগরিকদের নিজের দেশে পাঠানোর আগে রাখতে হবে ডিটেনশন সেন্টারে।তার জন্য পূর্ণাঙ্গ ক্ষমতা দেওয়া হয়েছে ফরেনার্স ট্রাইব্যুনালকে।
কেন্দ্রিয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনো সন্দেহ ভাজন বিদেশী নাগরিককে গ্রেফতারের পর সে যদি নিজেদের ভারতীয় বলে দাবী করেন, তারপর এই ব্যক্তি ভারতীয় নাগরিকত্বের নথি পত্র দেখাতে হবে। কিন্তু তথ্য প্রমাণ দাখিল করতে না পারলে, তাকে নিশ্চিত ভাবে গ্রেফতার করা হবে। এবং তোলা হবে আদালতে। সে বিদেশী নাগরিক আদলত থেকে জামিনের ব্যবস্থা করতে না পারলে তবেই তাকে পাঠানো হবে ডিটেনশন ক্যাম্পে। মূলত অবৈধ বিদেশী নাগরিকদের দেশে পাঠানোর আগে তাদের গতি বিধির উপর নজর রাখতেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সম্প্রতি পাশ হওয়া অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫-র পরিপ্রেক্ষিতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
গত কয়েকমাস ধরেই দেশ জুড়ে অবৈধ বাংলাদেশী নাগরিকদের ধরপাকড় শুরু হয়েছে। তাদের পাঠানো হয়েছে ওপার সীমান্তে। শেষ পর্যন্ত পরিস্হিতি এমন এক জায়গায় পৌঁছেছে,দেশের হিন্দি বলয়ে বাংলায় কথা বললেই দেশের মানুষকেও বাংলাদেশী বলে হেনস্থা করা হয়েছিলো।

