ডেস্ক রিপোর্টার,৬ সেপ্টেম্বর।।
বিচ্ছিন্নতাবাদী খলিস্তানি গোষ্ঠীতে উগ্রপন্থায় ফান্ডিং নিয়ে এক বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করেছে কানাডার সরকার। বর্তমানে সেদেশে রয়েছে কার্নি সরকারের প্রশাসন। সদ্য কানাডা ও ভারত দুই দেশে পারস্পরিক রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে সম্পর্কের পুরনো শীতলতা কাটিয়ে উঠছে। এর আগে কানাডার ট্রুডো সরকার কানাডার মাটিতে খলিস্তানি হরদীপ সিং গুজ্জরের মৃত্যুতে ভারতের দিকে আঙুল তুলেছিল। এরপর খলিস্তানি উগ্রপন্থী গোষ্ঠীতে টাকা ঢালা নিয়ে কানাডা সরকারের অর্থ দফতরের এক বিস্ফোরক রিপোর্ট সামনে এল।
কানাডা সরকারের এক রিপোর্টে বলা হয়েছে, কানাডার বুকে খলিস্তানি উগ্রপন্থী গোষ্ঠীগুলি কানাডারই বিভিন্ন জায়গা থেকে অর্থ সাহায্য পেয়েছে। এই বিস্ফোরক স্বীকারোক্তি কানাডা থেকেই এসেছে। যা খলিস্তান ইস্যুতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ। ‘২০২৫ কানাডায় আর্থিক তছরুপ এবং সন্ত্রাসী অর্থায়ন ঝুঁকির মূল্যায়ন’ শীর্ষক এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।’ রিপোর্টে বলা হয়েছে, খলিস্তানি গোষ্ঠীগুলি ‘কানাডা সহ বেশ কয়েকটি দেশ থেকে তহবিল সংগ্রহ করেছে বলে সন্দেহ।’’
রিপোর্টে বলা হয়েছে, খলিস্তানি গোষ্ঠীগুলি ‘কানাডা সহ বেশ কয়েকটি দেশ থেকে তহবিল সংগ্রহ করেছে বলে সন্দেহ। কানাডা থেকে তহবিল পাওয়া খালিস্তানি গোষ্ঠীগুলির মধ্যে বাব্বর খালসা ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল শিখ ইয়ুথ ফেডারেশন অন্যতম বলে এই প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে।
