ডেস্ক রিপোর্টার,৬ সেপ্টেম্বর।।
         ভারতের ওপর মার্কিন মুলুকের মোট ৫০ শতাংশ শুল্ক আরোপের পরও নানান সময় দিল্লি নিয়ে একাধিক মন্তব্য এসেছে ওয়াশিংটনের তরফে। মার্কিন কমার্স সেক্রেটারি হওয়ার্ড লুটনিক সদ্য বলেছেন,  ভারত ১ থেকে ২ মাসের মধ্যে ‘সরি’ বলবে, আর ‘ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডিল করবে।’ এই আবহে সদ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তাঁর সঙ্গে ভারত তথা নরেন্দ্র মোদীর বন্ধু সবসময়ই রয়েছে।
     রিপাবলিকান সদস্য তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সদ্যই এক সোশ্যাল মিডিয়া পোস্টে কার্যত আক্ষেপের সুরে বলেছেন,’ সম্ভবত আমরা ভারতকে খুইয়ে ফেললাম গবীর, অন্ধকারের চিনের কাছে।’ এরপর তিনি বলছেন, তাঁর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদীর খুবই ভালো সম্পর্ক! ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, কার জন্য তিনি ভারতকে খুইয়ে ফেললেন?
ডোনাল্ড ট্রাম্প বলেন,‘ভারত, রাশিয়া থেকে এত তেল কিনবে দেখে আমি খুবই হতাশ হয়েছি। আমি তাদের জানিয়েছি। আমরা ভারতের উপর খুব বড় শুল্ক আরোপ করেছি – ৫০ শতাংশ, খুব বেশি শুল্ক। প্রধানমন্ত্রী মোদীর সাথে আমার খুব ভালো সম্পর্ক। তিনি কয়েক মাস আগে এখানে ছিলেন…।’ মার্কিন প্রেসিডেন্ট বলছেন, তিনি ‘সবসময়ই’ মোদীর বন্ধু। ভারত ও আমেরিকা ‘বিশেষ সম্পর্ক’ ভাগ করে নেয় বলে মন্তব্য করেছেন ট্রাম্প।
        ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতির বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন,’ আমি সবসময়ই থাকবো, আমি সবসময় মোদীর বন্ধু থাকব, তিনি একজন মহান প্রধানমন্ত্রী, তিনি দুর্দান্ত.। এই বিশেষ মুহূর্তে তিনি যা করছেন তা আমার পছন্দ নয়, তবে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে। চিন্তার কিছু নেই।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *