ডেস্ক রিপোর্টার, ৮সেপ্টেম্বর।।
জীবনবিমা এবং স্বাস্থ্যবিমা থেকে পণ্য ও পরিষেবা কর (GST) তুলে নিল কেন্দ্রীয় সরকার। তাতে খুশি দেশের আপামর জনগণ। কারণ বিমা থেকে জিএসটি প্রত্যাহারের দীর্ঘ দিনের দাবী ছিলো দেশের মানুষের। আমজনতার পকেটের চাপ কমাতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত। চলতি মাসের ২২ তারিখ থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত।তবে জিএসটি কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছিল সম্মিলিত ভাবেই। কিন্তু বিরোধীরা বলছেন, তাদের চাপের কারণেই বিমার ক্ষেত্রে জিএসটি শূন্য করা হয়েছে।
বিরোধীদের এই দাবী নস্যাৎ করে দিয়ে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জনিয়েছেন, জিএসটি (GST) সংস্কার একক কোনও ব্যক্তির কৃতিত্ব নয়। এই সিদ্ধান্তের জন্য কৃতিত্ব দিতে হবে সব রাজ্যের অর্থমন্ত্রীদের। অর্থাৎ জিএসটি কাউন্সিলকে। গত ৩রা সেপ্টেম্বরের বৈঠকে সব রাজ্যের অর্থমন্ত্রী দীর্ঘ আলোচনার পরে বিমায় জিএসটি (GST) শূন্য করার বিষয়ে তারা একমত হন। আগে জীবন ও স্বাস্থ্য বিমায় ১৮ শতাংশ জিএসটি ধার্য ছিল। নতুন কাঠামোতে এই চাপ থেকে মুক্ত সাধারন মানুষ।কেন্দ্রীয় সরকারের দাবি, জিএসটি প্রত্যাহারের ফলে মানুষের বিমার প্রতি আগ্রহ বাড়বে এবং সহজলভ্য হবে স্বাস্থ্যসুরক্ষা।

