ডেস্ক রিপোর্টার,৮ সেপ্টেম্বর।।
           শারদ উৎসব উপলক্ষ্যে এবারও ভারতে ইলিশ মাছ পাঠাবে বাংলাদেশ। তাতেই উৎসবে ত্রিপুরা – অসম ও পশ্চিমবাংলার হিন্দু বাঙালিদের পাতে রুপোলি মৎস্য । প্রতি বছর পুজোর সময় বাংলাদেশ থেকে ভারতে আমদানি হয় ইলিশ। সেই পরম্পরাকে মান্যতা দিয়ে ইউনুস সরকার এবারও ভারতে পাঠাবে ইলিশ মাছ। তবে আগের তুলনায় অনেক কম।সোমবার বাংলাদেশের ইউনুস সরকারের বাণিজ্য মন্ত্রক এই সংক্রান্ত আদেশ জারি করেছে। তাদের আদেশে বলা হয়েছে, এবছর ১২০০ টন ইলিশ পাঠাবে বাংলাদেশ। এটা বিগত বছর গুলির তুলনায় অনেক কম। গত বছর ভারতে ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল ইউনূস সরকার।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, তারা ভারতে শর্তসাপেক্ষে ইলিশ রপ্তানির নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছে । ইউনূসের বাণিজ্য মন্ত্রকের জারি করা নির্দেশে বলা হয়েছে, যে সমস্ত রপ্তানিকারকরা বাংলাদেশে এই বিষয়ে আগ্রহী, তাদেরকে ১১ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।রপ্তানি মূল্য ন্যূনতম প্রতি কেজিতে সাড়ে ১২ মার্কিন ডলার নির্ধারিত করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *