ডেস্ক রিপোর্টার, ১১ সেপ্টেম্বর।।
সম্প্রতি রাজ্য বিজেপির রাজ্য কমিটির সদস্য আশীষ লাল সিংকে সংবর্ধনা দিয়েছে দেশের শিল্পপতি – উদ্যোগপতিদের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে। এই অনুষ্ঠান হয়েছিল হরিয়ানার কারনালে। কেন এই সংবর্ধনা? আশীষ লাল সিংয়ের কথায়, ” প্রায় দুই দশক আগে গোটা দেশে টানা ২১দিন বন্ধ ছিলো বিভিন্ন জুয়েলারি সহ ছোট, বড় সোনার দোকান।দেশের স্বর্ণ প্রতিষ্ঠান গুলিকে পুনরায় খোলার ক্ষেত্রে তিনি বড় ভূমিকা নিয়েছিলেন। তৎকালীন সময়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে প্রণব মুখার্জীকে আলোচনার টেবিলে বসানোর জন্য মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিলেন তিনি। এরপর থেকেই তাঁর প্রতি আস্থা বাড়ে দেশের শিল্পপতি – উদ্যোগপতিদের। মূলত এই কারণেই হরিয়ানায় অনুষ্ঠিত শিল্পপতিদের আয়োজিত অনুষ্ঠানে আশীষ লাল সিংকে সংবর্ধনা জানানো হয়।

আশীষ লাল সিংয়ের বক্তব্য, শিল্পপতিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি রাজ্যে লগ্নির বিষয়েও আলোচনা করেছেন। দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা শিল্পপতিদের ত্রিপুরায় লগ্নি করার বিষয়ে তিনি প্রস্তাব দিয়েছেন। বেশ কয়েকজন শিল্পপতি তাঁর কথায় সায় দিয়ে রাজ্যে লগ্নি করার উৎসাহও দেখিয়েছেন।
ইদানিং কালে আশীষ লাল সিং বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন আশীষ। তিনি সাক্ষাৎ করেন, কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুক মান্ডিয়া ও কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সানোয়ালের সঙ্গে। হরিয়ানার রাজ্যপাল অসীম ঘোষের সঙ্গেও সাক্ষাৎ করেন আশীষ।এর আগে তিনি বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক বি এল সান্তোষ’ র সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। সব মিলিয়ে আশীষ বিজেপির সর্ব ভারতীয় নেতৃত্বের সঙ্গেও সমান্তরাল ভাবে সম্পর্ক রেখে চলেছে।

সম্প্রতি কোনো একটি বিষয় কেন্দ্র করে প্রদেশ বিজেপি আশীষ লাল সিংকে শোকজ করেছিলো। যদিও তিনি আজ পর্যন্ত শোকজের উত্তর দেন নি। বরং নিবিড় তিনি সম্পর্ক তৈরি করছেন বিজেপির সর্ব ভারতীয় নেতৃত্বের সঙ্গে। আশীষ লাল সিংয়ের বক্তব্য, এই মুহূর্তে প্রদেশ বিজেপির সাংগঠনিক অবস্থা ভালো নয়। তবে হাতে এখনো সময় আছে।দলের সমস্ত সিনিয়র নেতৃত্ব ভালো ভাবে সংগঠনের স্টিয়ারিং ধরতে পারলে কাটিয়ে উঠতে পারবে সাংগঠনিক দুর্বলতা।
গত ৯ সেপ্টেম্বর রাজ্য রাজনীতির রহস্যময় চরিত্র আশীষ লাল সিং’কে দেখা গিয়েছে দিল্লির যন্তর মন্তরে আয়জিত তিপ্রামথার জনসভায়। তিনি মঞ্চ ভাগাভাগি করেছেন প্রদ্যুৎ কিশোরের সঙ্গে। অবশ্যই একই মঞ্চে ছিলেন বিজেপির সাংসদ কৃতি সিং দেববর্মণ। বিজেপিতে থেকেও আশীষ – কৃতি সিংরা কিভাবে প্রদ্যুৎ কিশোরের মঞ্চে গিয়েছেন? তা নিয়েও প্রশ্ন উঠেছে খোদ বিজেপির অন্দরেই।অবশ্যই এই বিষয়ে বিজেপি নেতৃত্বও মুখে কুলুপ এঁটে রেখেছেন।