ডেস্ক রিপোর্টার,১১ সেপ্টেম্বর।।
নেপালের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে কে থাকবেন-এই প্রশ্নে ‘জেন জি’ আন্দোলনকারীদের অন্দরেই বড় পালাবদল দেখা যাচ্ছে। বুধবার রাত পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রায় নিশ্চিত বলে শোনা যাচ্ছিল, কিন্তু বৃহস্পতিবার হঠাৎ সামনে আসে আরেকটি নাম। বিদ্যুৎ সংকট মেটানোয় নেপালে ‘হিরো’ হিসেবে পরিচিত কুলমান ঘিসিং এখন অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।
কুলমান ঘিসিং নেপালের ইলেকট্রিসিটি অথরিটির প্রাক্তন প্রধান। ৫৪ বছর বয়সি এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার গত কয়েক বছরে দেশের বিদ্যুৎ ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছিলেন। নেপালের ‘জেন জি’ আন্দোলনকারীরা তাঁকে একজন দেশভক্ত এবং সবার প্রিয় বলে দাবি করছেন। তাঁদের মতে, সুশীলা কার্কির তুলনায় ঘিসিং আরও তরুণ ও কার্যকর নেতৃত্ব দিতে পারবেন।এছাড়াও অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে উঠে এসেছে কাঠমান্ডুর ১৫তম মেয়র বালেন্দ্র শাহ বা বলেন-র নাম। তবে শাহ আগেই জানিয়ে দিয়েছেন, তিনি প্রধান মন্ত্রীর দৌঁড়ে নেই।
এই মুহূর্তে প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ঘিসিং নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে চাইছে আন্দোলনকারীরা।এর আগে অবশ্যই নেপালের তরুণ আন্দোলনকারীরা সুশীলা কার্কিকেই অন্তর্বর্তী সরকারের প্রধানের আসনে দেখতে চাইছিলেন। কিন্তু সংবিধান অনুযায়ী, প্রাক্তন প্রধান বিচারপতিদের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে। তাই এখন নেপালের প্রধান মুখ হয়ে উঠছেন কুলমান ঘিসিং-ই।(এইচ. টি)
