স্পোর্টস ডেস্ক,১২ সেপ্টেম্বর।।
বিশ্ব ফুটবলের বাছাই পর্বে দুর্দান্ত ফর্মে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।সিআরসেভেন মাঠে নামলেই সৃষ্টি হয় নয়া রেকর্ড। ঠিক একইভাবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেও ব্যতিক্রম হলো না। হাঙ্গেরির বিরুদ্ধে জাল কাঁপিয়ে গোল করেন রোনাল্ডো।সেই সুবাদে বাছাই পর্বে সর্বাধিক গোলের রেকর্ডে কার্লোস রুইজকে স্পর্শ করলেন সিআরসেভেন।হাঙ্গেরির বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়ে পড়েছিল পর্তুগীজরা। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ গোলে জয় ছিনিয়ে নেয় পর্তুগাল।রোনাল্ডো ছাড়াও জয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তুলেছেন বের্নার্ডো সিলভা ও হোয়াও কানসেলো। বৃথা গেল হাঙ্গেরির ভার্গার জোড়া গোল।
বিশ্বকাপ বাছাই পর্বে দুরন্ত ছন্দে নরওয়ে। ঘরের মাঠে মলডোভাকে ১১-১ ব্যবধানে হারিয়ে গিয়েছে। দলের পক্ষে আর্লিং হালান্ড একাই পাঁচটি গোল করেছেন।থেলো আসগার্ড করেছেন চারটি গোল।অপর দুই গোলদাতা মার্টিন ওডেগার্ড ও ফেলিক্স হর্ন। এই জয়ের ফলে ১৫ পয়েন্ট নিয়ে আই – গ্রুপের শীর্ষে রয়েছে স্তালে সোলবাক্কেন-ব্রিগেড।স্বাভাবিক ভাবেই ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল হল নরওয়ের। তারা টানা পাঁচ ম্যাচেই জয়ী হয়েছে। বাছাই পর্বের অন্য ম্যাচে আইসল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। আইসল্যান্ড লিড নিয়েও ম্যাচের রাশ ধরে রাখতে পারেনি।ম্যাচের ৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান এমবাপে। ৬২ মিনিটে জয়সূচক গোলটি করেন বারকোলার।