ডেস্ক রিপোর্টার,১২ সেপ্টেম্বর।।
          চন্দ্রপুরম পোন্নুসামী রাধাকৃষ্ণণ শুক্রবার রাষ্ট্রপতি ভবনে ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। রাধাকৃষ্ণণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদের দায়িত্ব গ্রহণ করলেন ।এর আগে, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে জগদীপ ধনখর পদত্যাগ করার পর ২১শে জুলাই থেকে এই পদ শূন্য ছিল।এদিন রাষ্ট্রপতি ভবনে লাল কুর্তা এবং ঐতিহ্যবাহী তামিল পোশাক পরে রাধাকৃষ্ণণ শপথ গ্রহণ করেন। সকাল ১০.১১ মিনিটে, তিনি ইংরেজিতে শপথ গ্রহণ করেন।তারপরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে’অভিনন্দন’ জানান। শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বহু নেতা রাধাকৃষ্ণাণকে করতালির মাধ্যমে স্বাগত জানান। রাধাকৃষ্ণণ নভেম্বরে নির্ধারিত শীতকালীন অধিবেশনে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।যা নভেম্বরে অনুষ্ঠিত হবে।
কিছুদিন আগেই উপরাষ্ট্রপতি পদে ভোট সম্পন্ন
হয়েছে।রাধাকৃষ্ণাণ বিরোধী প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে ৪৫২-৩০০ ভোটে পরাজিত করেছেন।
যা প্রত্যাশার চেয়েও বেশি ভোটে। ৬৮ বছর বয়সী এই বিজেপি নেতা, যিনি আরএসএস মতাদর্শে বিশ্বাসী, দলে একজন মৃদুভাষী, বিতর্কিত নন এমন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি তামিলনাড়ুর একমাত্র বিজেপি নেতা যিনি ১৯৯৮ এবং ১৯৯৯ সালে ২ বার লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। পদোন্নতির আগে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন, ২০২৪ সালের ৩১ জুলাই থেকে তিনি মহারাষ্ট্রের রাজ্যপালের দায়িত্ব নিয়েছিলেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *