সাব্রুম ডেস্ক,১৪ সেপ্টেম্বর।।
বাংলাদেশী ডাকাতদের আস্ফালনে অতিষ্ঠ সাব্রুম মহকুমার মনুঘাটের ইন্দিরা নগর ১ নম্বর ওয়ার্ডের দাসপাড়ার মানুষ। প্রায় প্রতিদিন বাংলাদেশী দুষ্কৃতীরা সীমান্ত টককে এপারে আসে। এবং গৃহস্তের বাড়ি ঘরে হানা দেয়। নিয়ে যায় গরু সহ বিভিন্ন গৃহপালিত পশু। অথচ পুলিশ ও সীমান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ অসহায়ের ভূমিকা পালন করছেন। শুক্রবার রাতেও ফের বাংলাদেশী দুষ্কৃতীরা হানা দেয় দাস পাড়ার এক বাড়িতে। এই সময় প্রাকৃতিক কাজ সম্পন্ন করার জন্য ঘর থেকে বেরিয়ে ছিলেন যুবরাজ দাস ।তখন তার বাড়িতে ঘাপটি মেরে বসে ছিলো সীমান্ত ডিঙিয়ে আসা দুষ্কৃতীরা। তারা সঙ্গে সঙ্গে যুবরাজের মাথা কাপড় দিয়ে ঢেকে দেয়। এবং সঙ্ঘ বদ্ধ ভাবে হামলা করে। চিৎকার দেওয়ার শক্তি হারিয়ে ফেলে যুবরাজ।এক সময় পরিস্থিতি বেগতিক হতে পারে বুঝে পালিয়ে যায় ওপারের দুষ্কৃতীরা।
রাতেই আশঙ্কা জনক অবস্থায় যুবরাজকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়াতে রেফার করা হয় গোমতি জেলা হাসপাতালে। স্বাভাবিক ভাবে সীমান্ত এলাকার মানুষ পুলিশ ও বি এস এফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন।
