স্পোর্টস ডেস্ক,১৬ সেপ্টেম্বর।।
দাবাড়ুদের অনুরোধে সাড়া দিলেন রাজ্য দাবা সংস্থার কর্তারা। বিভিন্ন স্কুলে ষান্মাসিক পরীক্ষা থাকায় দাবাড়ুরা রাজ্য অনূর্ধ্ব ১৫ দাবা প্রতিযোগিতা পিছিয়ে দেওয়ার জন্য রাজ্য দাবা সংস্থার কর্তাদের কাছে অনুরোধ করেছিল। তা নিয়েই রাজ্য দাবা সংস্থার অফিস বাড়িতে অনুষ্ঠিত হয় বৈঠক। ওই বৈঠকে সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত হয় পিছিয়ে দেওয়া হবে রাজ্য অনুর্ধ ১৫ দাবা প্রতিযোগিতা দাবাড়ুদের স্বার্থে। সেই অনুযায়ী সিদ্ধান্ত হয় দুদিন ব্যাপী রাজ্য অনূর্ধ্ব ১৫ দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর। খেলা হবে এন এস আর সি সি-র দাবা হল ঘরে। ২০১০ সালের ১ জানুয়ারির পর জন্ম দাবাড়ুরা অংশ নিতে পারবে রাজ্য আসরে। মোট ৬ রাউন্ডে হবে খেলা। আসরের অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ৩ অক্টোবরের মধ্যে ৬০০ টাকা এন্ট্রি ফি দিয়ে রাজ্য দেওয়া সংস্থায় নাম নথিভুক্ত করতে বলা হয়েছে। এ খবর জানান রাজ্য দাবা সংস্থার সচিব মিঠু দেবনাথ।
