ডেস্ক রিপোর্টার,১৭ সেপ্টেম্বর।।
     প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে বুধবার থেকে শুরু হয়েছে সেবা পক্ষকাল কর্মসূচি। চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত। এর অংশ হিসেবে চলবে চলবে “স্বচ্ছতা হি সেবা” অভিযান। এদিন আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অভিযানের রাজ্যস্তরীয় কার্য্যক্রমের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন, “অস্বচ্ছতাকে প্রশ্রয় না দিলেই গড়ে উঠবে সুন্দর পরিবেশ। এই ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতার দৃষ্টিভঙ্গি নিয়ে সকলকে কাজ করতে হবে।
           এদিন গোটা দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করে। বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়েছে। সঙ্গে স্বচ্ছতা হি সেবা অভিযান। অর্থাৎ বিভিন্ন দিকে হয়েছে সাফাই অভিযান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *