ডেস্ক রিপোর্টার, ২১ সেপ্টেম্বর।।
” নবরাত্রির প্রথম দিন থেকে আত্মনির্ভরতার পথে বড় কদম ফেলছে ভারত। সোমবার সূর্যোদয়ের সঙ্গে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার কার্যকর হয় যাবে। কাল থেকে দেশে ‘জিএসটি সঞ্চয় উৎসব’ চালু হয়ে যাচ্ছে। নিজের পছন্দের জিনিস আরও কম দামে কিনতে পারবেন।”- জনিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
সোমবার থেকে শুরু হচ্ছে নবরাত্রি। এদিনেই নয়া প্রজন্মের জিএসটি যে চালু হবে, তা আগেই ঘোষণা করে দেওয়া হয়েছে। দুর্গাপুজোর আগে সেই বিষয়টি আরও ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, জিএসটি সংস্কারের হাত ধরে ভারতের আর্থিক বৃদ্ধির গতি ত্বরান্বিত হবে। আরও লাভজনক হবে বিনিয়োগ। ব্যবসার বহর বাড়বে। উন্নয়নের গতিতে সামিল হবে সব রাজ্য।
নয়া জিএসটি কাঠামোর আওতায় অনেক জিনিসপত্রের দাম কমে যাচ্ছে। আগে যে হারে জিএসটি হারে ধার্য করা হত, সেটা কমিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, আমেরিকা ৫০ শতাংশ শুল্ক চাপানোর পরে ভারতীয় অর্থনীতিকে সচল রাখতে ক্রেতাদের হাতে বেশি টাকা দিতে চাইছে সরকার। তাই জিএসটি কাঠামোয় আমূল পরিবর্তন করা হল। বলছেন বিশেষজ্ঞরা।
