সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কর’ এই স্লোগানকে ধারণ করে গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর ইনষ্টিটিউশন মিলনায়তনে সিপিবি’র ত্রয়োদশ কংগ্রেসের উদ্বোধনঅ অনুষ্ঠান হয়।

                 *ঢাকা থেকে সমীরণ রায়*
                _______________________

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র চার দিনব্যাপী ত্রয়োদশ কংগ্রেস (জাতীয় সম্মেলন) শেষ হয়েছে। কাউন্সিলের সর্বশেষ অধিবেশনে সারাদেশ থেকে আসা প্রতিনিধিদের ভোটে ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে। বুধবার কেন্দ্রীয় কমিটির সভায় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে দায়িত্ব বন্টন হবে। সেক্ষেত্রে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে আসছে নতুন নেতৃত্ব। সংশ্লিষ্ট সূত্রে গেছে।
জানা গেছে, ‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কর’ এই স্লোগানকে ধারণ করে গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর ইনষ্টিটিউশন মিলনায়তনে সিপিবি’র ত্রয়োদশ কংগ্রেসের উদ্বোধনঅ অনুষ্ঠান হয়। এরপর রাজধানীর বিএমএ মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে আসা ৫ শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনে শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের রিপোর্ট, রাজনৈতিক প্রস্তাব, গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব, ক্রেডেনশিয়াল রিপোর্ট, অডিট কমিটির রিপোর্ট ও কন্ট্রোল কমিশনের রিপোর্ট উত্থাপন এবং তা নিয়ে আলোচনা ও অনুমোদন করা হয়। সকল রিপোর্ট উত্থাপন ও অনুমোদন শেষে কেন্দ্রীয় কমিটির নির্বাচন হয়। সোমবার গভীর রাতে নির্বাচনী ফলাফল ঘোষণার পর সমাপনী ভাষণ ও সমবেত কন্ঠে কমিউনিস্ট ইন্টারন্যাশনালের মধ্য দিয়ে ত্রয়োদশ কংগ্রেস শেষ করা হয়।
সূত্র জানায়, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সিপিবি’র কংগ্রেসকে কেন্দ্র করে পার্টির নেতা-কর্মীদের মধ্যে নানা উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও শান্তিপূর্ণ ভাবে কংগ্রেসের সমাপ্তি হয়েছে। নির্বাচনী অধিবেশনে আগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ৪৩ জনের নাম প্রস্তাবের পর অধিবেশন কক্ষ থেকে নতুন বেশকিছু নাম প্রস্তাব করা হয়। তা নিয়ে আলোচনা ও কয়েকজনের নাম প্রতাহার শেষে ৭৬জন ভোটে অংশ নেন। তাদের মধ্য থেকে প্রতিনিধিদের সরাসরি ভোটে ৪৩ জন নির্বাচিত হন। এই ৪৩ সদস্যের  কেন্দ্রীয় কমিটি সভাপতি, সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্য, সম্পাদকমণ্ডলির সদস্যসহ অন্যান্য পদে দায়িত্ব বণ্টন করবেন। সেক্ষেত্রে কোন পদে একাধিক নাম আসলে ৪৩ জনের ভোটে একজন নির্বাচিত হবেন। বুধবার সকাল সাড়ে ১০টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে।
নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য জানান, নতুন কমিটিতে সভাপতি পদে পরিবর্তন আসছে। এই পদে পার্টির সাবেক সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম আবারো আসছেন, এটা অনেকটাই নিশ্চিত। তিনি কেন্দ্রীয় কমিটি নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক প্রতিনিধির ভোট পেয়েছেন। পার্টিতে দীর্ঘ দিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর টানা দুইবার সভাপতির দায়িত্ব পালন করেন। গঠনতান্ত্রিক বাধার কারণে গত কংগ্রেসে তাকে সভাপতির পদ থেকে বিদায় নিতে হয়।
সূত্র জানায়, সিপিবি’র সাধারণ সম্পাদক পদেও আসছে পরিবর্তন। ওই পদে নতুন মুখ আসার সম্ভাবনাই বেশি। গত কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক ছিলেন রুহিন হোসেন প্রিন্স সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে থাকতে পারেন। এছাড়া সভাপতিমণ্ডলী ও সম্পাদকমণ্ডলীতে কয়েকটি নতুন মুখ দেখা যেতে পারে।
কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্যরা হলেন, মুজাহিদুল ইসলাম সেলিম, মোহাম্মদ শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, দিবালোক সিংহ, এম এম আকাশ, কাজি সাজ্জাদ জহির চন্দন, এস এম শুভ, এমদাদুল হক মিল্লাত, মন্টু ঘোষ, মনোজ দাস, রফিকুজ্জামান লায়েক, রেবেকা সরেন, মৃণাল চৌধুরী, আব্দুল্লাহ ক্কাফি রতন, নিমাই গাঙ্গুলী, অনিরুদ্ধ দাস অঞ্জন, রাগীব আহসান মুন্না, মনিরা বেগম অনু, জলি তালুকদার, আবিদ হোসেন, মিহির ঘোষ, সাদেকুর রহমান শামীম, লাকী আক্তার, লক্ষ্মী চক্রবর্তী, মো. কিবরিয়া, সুব্রতা রায়, এস এ রশিদ, শাহীন রহমান, লুনা নূর, মানবেন্দ্র দেব, আনোয়ার হোসেন রেজা, মঞ্জুর মঈন, মহসীন রেজা, আহসান হাবিব লাবলু, পরেশ কর, আসলাম খান, আমিনুল ফরিদ, ফজলুর রহমান, এস এম শহিদুল্লাহ সবুজ, সুকান্ত শফি চৌধুরী, সাজেদুল হক রুবেল, রুহুল আমিন ও সাজেদুল ইসলাম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *