শান্তিরবাজার ডেস্ক, ২৯ সেপ্টেম্বর।।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গোৎসব। এই দূর্গোৎসবে সকল অংশের লোকজনের সমাগম ঘটে। অন্যান্য বছরের ন্যায় এইবছরও মায়ের আরাধনায় মাতোয়ারা শান্তির বাজার মহকুমা। স্থানীয়
পূর্ব পাড়া দূর্গা পূজা কমিটি।দক্ষিন বাজার পূজা কমিটি ও মাষ্টার পাড়া পূজা কমিটি বড় বাজেটের পূজার আয়োজন করেছে।সমস্ত ধর্মীয় রীতি নীতি মেনে সপ্তমীতে মায়ের আরাধানায় ব্রতী হয়েছে পুজোর আয়োজকরা।

সোমবার সকাল বেলায় গঙ্গা আনায়নের মধ্য দিয়ে সপ্তমী পূজার শুভ সূচনা হয়। এলাকার যুবক ও মহিলারা সারিবদ্ধ ভাবে নদীতে গিয়ে গঙ্গা আনায়ন করে। একই দিনে শান্তির বাজার মাষ্টার পাড়া ও দক্ষিন বাজার পূজা কমিটির সদস্যদের গঙ্গা আনায়ন করতে দেখা যায়।

১০ লক্ষ টাকা বাজেট হাতে নিয়ে এইবছর পূজায় নেমেছে শান্তির বাজার পূর্ব পাড়া দূর্গা পূজা কমিটি। বাঁশ বেতের বিশেষ থিমের উপর পূজার মণ্ডপ তৈরি করা হয়েছে।পূজাকে কেন্দ্র করে রক্তদান সহ বিভিন্ন সামাজিক কর্মসূচী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে পূজার উদ্যোক্তারা। শান্তির বাজার পূর্ব পাড়া দূর্গা পূজা কমিটির উদ্যোগে আয়োজিত পূজাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।