কৈলাসহর ডেস্ক, ৯ অক্টোবর।।
                       সরকারি কোয়ার্টারে ঢুকে জল সম্পদ দপ্তরের কার্যকরী বাস্তুকারকে শারীরিকভাবে নিগৃহীত করলো দুষ্কৃতীরা। আক্রান্ত ইঞ্জিনিয়ারের নাম রণজয় দেববর্মা। ঘটনা বুধবার রাতে। ঘটনাস্থল কুমারঘাট। দপ্তরের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারের কোনো খবর নেই। জানিয়েছেন কৈলাসহর জলসম্পদ দপ্তরের সিনিয়র ইঞ্জিনিয়ার।
             দপ্তরের সিনিয়র ইঞ্জিনিয়ার জানিয়েছেন, গত কিছুদিন ধরেই একটি নির্মাণ কাজের বিল নিয়ে  ঠিকাদার গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিলো। কাজটি ছিলো ফটিকরায় রাইসিং পাড়াতে। এই ঘটনা কেন্দ্র করে বুধবার রাতে ১০-১২ জনের একটি দুষ্কৃতিকারীদের দল ইঞ্জিনিয়ার রনজয় দেববর্মার কোয়ার্টারে হামলা করে। তাকে ঘর থেকে ডেকে বের করে প্রচন্ড মারধর করে। রাতেই  খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। বৃহস্পতিবার সকালে ইঞ্জিনিয়ার রনজয় দেববর্মা থানায় মামলা দায়ের করেন। তবে পুলিশ এখনো দুষ্কৃতীদের সনাক্ত করতে পারে নি।স্বাভাবিক ভাবেই গ্রেফতারের কোনো প্রশ্নই আসে না। কিন্তু কর্তপক্ষ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজে দুষ্কৃতীদের স্পষ্ট ভাবেই দেখা যাচ্ছে। পুলিশ সংগ্রহ করেছে সিসি ক্যামেরার ফুটেজও।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *